লোকাল ট্রেনের (Local Train) মহিলা কামরায় শ্লীলতাহানির (Molestation) শিকার এক যুবতী। দমদম থেকে শিয়ালদহ আসার পথে ঘটনাটি ঘটে। অথচ কামরায় কোনও নিরাপত্তারক্ষীর দেখা পাওয়া যায়নি। শিয়ালদহে নেমে রেলপুলিশের (RPF) কাছে অভিযোগ জানান তিনি। ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
২৮ বছরের ওই যুবতীর বাড়ি নিউ আলিপুরে। পেশায় তিনি ট্যাটু শিল্পী (Tattoo Artist)। শুক্রবার কাজের জন্য ফুলিয়া যান তিনি। রাতের ট্রেনে মহিলা কামরা ফাঁকা ছিল। দমদম থেকে এক যুবক ওই কামরায় ওঠে। তারপরই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। মহিলা সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ করতে শুরু করেন। তা দেখেও দমেনি ওই যুবক। হুমকি দিয়ে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। এমনটাই অভিযোগ ওই যুবতীর।
আরও পড়ুন: করোনা নিয়ে সতর্ক হোন, থ্রি ইডিয়টসের হাতে মাস্ক, স্যানিটাইজার ধরাল কলকাতা পুলিশ
ট্রেনটি গ্যালোপিন ছিল। তাই বিধাননগর দাঁড়ায়নি। শিয়ালদহ ঢুকে ট্রেনের গতি কমতেই পালায় ওই যুবক। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে রেলপুলিশ।
প্রসঙ্গত ট্রেনের মহিলাদের নিরাপত্তার কথা ভেবে 'মেরি সহেলি' চালু করেছে আরপিএফ। তারপরেও রাতে মহিলা কামরায় কোনও নিরাপত্তারক্ষীর দেখা পাওয়া যায়নি।