রবিবার বেহালার এক অভিজাত আবাসনের দোতলার ঘর ভেঙে উদ্ধার হল পচাগলা মৃতদেহ(Unnatural Death in Behala)। মৃতের নাম কমলিকা দাশগুপ্ত। চারবছর আগে বাবার মৃত্যুর পর একাই থাকতেন ওই মহিলা। বাবা সুজিতকুমার দাশগুপ্ত ইন্ডিয়ান অয়েলে কাজ করতেন বলে খবর।
বেশ কিছু দিন ধরে পচা দুর্গন্ধ নাকে এলেও তেমন গা করেননি স্থানীয়রা। কিন্তু গত দু'দিনে সেই গন্ধ ক্রমশ বাড়তে থাকায় গন্ধের উৎস সন্ধানে নামেন বাসিন্দারা। কিন্তু এর ফলে ভয়াবহ এক ঘটনার সাক্ষী থাকলেন বেহালার(Behala Death Case) মার্লিন গ্রোভ আবাসনের বাসিন্দারা। আবাসনের দোতলার একটি ঘর থেকে পচা গন্ধ পেয়ে তাঁরা ফোন করেন বেহালা থানায়(Behala Police Station)। পুলিশের সহযোগিতায় ঘরের দরজা ভাঙতেই রীতিমতো চোখ কপালে ওঠে আবাসিকদের।
আরও পড়ুন- Student death: মাসির বাড়িতে এসে মর্মান্তিক পরিণতি ! ২১ তলা থেকে পড়ে মৃত্যু ছাত্রের
রবিবার ঘরের দরজা ভেঙে দেখা যায়, খাটের ওপর উপুড় হয়ে পড়ে আছে কমলিকার মৃতদেহ। দেহে যথেষ্ট পচন ধরেছে। পুলিশের প্রাথমিক অনুমান, শারীরিক অসুস্থতার জেরেই এই মৃত্যু(Death)। তবে ময়নাতদন্তের রিপোর্ট(Atopsy Report) এলে সমস্ত বিষয় পরিষ্কার হবে বলেই মত পুলিশের।