শহরে ফের আত্মহত্যার ঘটনা। সেক্টর ফাইভের (Sector 5) বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide) এক তরুণী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে অফিসপাড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
সল্টলেক সেক্টর ফাইভের সৃজন কর্পোরেট পার্কের ১৩ তলার ছাদ থেকে ঝাঁপ দেন তরুণী। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম ঐশ্বর্য শর্মা। বয়স ২৫। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির আসল বাড়ি অসমে। রাজারহাটে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। সৃজন কর্পোরেট পার্কে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তরুণী।
আরও পড়ুন: ৬ তলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু বাঙালি পড়ুয়ার, সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য
জানা গিয়েছে, মানসিক অবসাদেও ভুগছিলেন ওই তরুণী। বাবা অফিস থেকে বাড়ি নিয়ে যেতেন। শুক্রবারও ওই তরুণীর বাবা এসেছিলেন। কিন্তু এই সময়ই দুর্ঘটনাটি ঘটান তরুণী। ঘটনার আকষ্মিকতায় শোকে ভেঙে পড়েছে পরিবার।