গড়িয়ার ব্রহ্মপুরে আগুন আতঙ্ক। মঙ্গলবার সকালে কাঠের গুদামে লাগা আগুন, বেলা পর্যন্ত জ্বলছে বলেই জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের কমপক্ষে ১৫টি ইঞ্জিন। গুদামের ভিতরে দাহ্য থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হচ্ছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। গুদামটি ভস্মীভূত হয়ে গিয়েছে। জনবহুল এলাকা এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা আতঙ্ক রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকালে প্রথমে আগুন দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। পরিস্থিতি বুঝে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হয়। জানা গিয়েছে, গুদাম মালিকের নাম উমেশ শর্মা। এই গুদাম বেআইনি বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর। গুদাম মালিকের বিরুদ্ধে ওঠা স্থানীয় বাসিন্দাদের ক্ষোভকে থামান তিনি। ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও।