পশ্চিমবঙ্গের (West Bengal) সুসংহত সামাজিক সুরক্ষা (Inclusive Social Protection) কর্মসূচিতে ১ কোটি ২৫ লক্ষ ডলার আর্থিক সাহায্যের সিদ্ধান্ত বিশ্বব্যাঙ্কের (World Bank)। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০০০ কোটি টাকা। সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্বব্যাঙ্ক।
রাজ্য সরকারের কন্যাশ্রী (Kanyashree) ও স্বাস্থ্যসাথীর (Swasthya Sathi) মতো উন্নয়ন কর্মসূচি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।তারই প্রতিদান এই আর্থিক সাহায্য। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের ক্ষমতায়ন ও সুরক্ষা নিশ্চিত করতে একের পর এক প্রকল্প গ্রহণ করেছে তৃণমূল সরকার। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। মহিলাদের আয় সুনিশ্চিত করতে এই প্রকল্পগুলো এনেছে রাজ্য সরকার। নারীশিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক অর্থনীতি সচল করার পথে এই প্রকল্পগুলো সহায়ক ভূমিকা পালন করে।
আরও পড়ুন: ২ ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, ৩১ মার্চ ঘোষণা হবে কার্যকরী সমিতি
তৃতীয়বার ক্ষমতায় আসার পর সামাজিক প্রকল্প আরও বাড়ানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইঙ্গিত দেন, অন্য ক্ষেত্রের অপ্রয়োজনীয় খরচ বাঁচিয়ে এই প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাবে তৃণমূল সরকার। সেই সময়ই বিশ্বব্যাঙ্কের কাছে ঋণের আবেদন করা হয়েছিল। মহিলাদের ক্ষমতায়ন ও সামাজিক প্রকল্পগুলো নিয়ে ভূয়সী প্রশংসা করে বিশ্বব্যাঙ্ক। গত অগাস্ট মাসে ঋণ দেওয়ার কথা বিবেচনা করে বার্তা দেওয়া হয়। অবশেষে আর্থিক সাহায্য নিয়ে সিদ্ধান্ত নিয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছে বিশ্বব্যাঙ্ক।