হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু 'একেনবাবু' চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্তের (Suja Dasgupta)। এমনই জানা গেল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে (Postmortem Report)। বুধবার সকালে তাঁর কলকাতার বাড়ি থেকে নিথর দেহ উদ্ধার করা হয়।
দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক থানা এলাকার একটি বহুতলে থাকতেন সুজন। তাঁর ফ্ল্যাটে শোয়ার ঘরের মেঝেতে শৌচাগারের পাশে দেহ পড়ে ছিল। পুলিশ সূত্রে খবর, ঘরের ভিতর থেকে দরজা বন্ধ ছিল। বুধবার বিকেলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন: স্রষ্টার জীবনও শেষ হল রহস্য, মৃত্যু সংবাদ শুনে বিধ্বস্ত পর্দার 'একেন'
আমেরিকাবাসী হলেও বেশ কয়েকমাস কলকাতার ফ্ল্যাটে ছিলেন সুজন দাশগুপ্ত। মঙ্গলবারই শান্তিনিকেতন যান তাঁর স্ত্রী। বাড়িতে একাই ছিলেন। সকাল ১০টা নাগাদ পরিচারিকা এসে ডাকলেও দরজা খোলেননি সুজনবাবু। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা খুলে লেখকের দেহ উদ্ধার করে।