শহরের এক পরিত্যক্ত আবাসন থেকে তরুণীর দেহ উদ্ধারে চাঞ্চল্য কলকাতায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে এন্টালি থানায় এলাকায়। মৃতা অঞ্জলি কুমারী বিহারের বাসিন্দা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখা।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দেহটি উদ্ধার করা হয় এন্টালির এক পরিত্যক্ত আবাসন থেকে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় মৃতার নাম ও পরিচয়। এলাকাবাসীর দাবি, ওই মৃতদেহ বিহারের বাসিন্দা অঞ্জলি কুমারীর। তবে তিনি কার সঙ্গে-কীভাবে কলকাতায় আসেন, তা জানতেই তদন্ত শুরু করেছে লালবাজার। ইতিমধ্যে এন্টালি থানা ৩ জনকে অভিযুক্ত করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখা।
আরও পড়ুন- Anubrata Mondal: ইডি হেফাজত এড়াতে তড়িঘড়ি দিল্লি আদালতে মামলা অনুব্রতর, পাল্টা চালে কুপোকাত ইডি?