গড়িয়াহাট উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে এক তরুণীর আত্মহত্যার চেষ্টা। রবিবার রাতের এই ঘটনায় ওই তরুণীকে গুরুতর আহত অবস্থায় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কেন উড়ালপুলের উপর থেকে ওই তরুণী ঝাঁপ মারতে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, সম্পর্কের টানাপোড়েনের জেরেই হয়তো এই ধরনের কাণ্ড ঘটাতে চেয়েছিলেন ওই তরুণী।
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা ওই তরুণী গড়িয়াহাটেই একটি সোনার দোকানে চাকরি করতেন। তাঁর সতীর্থদের দাবি, রোজ দোকান থেকে বেরিয়ে বালিগঞ্জ স্টেশনে গিয়ে সোনারপুরের ট্রেন ধরতে তিনি। কিন্তু রবিবার, দোকান থেকে বেরিয়ে গড়িয়াহাটের দিকে চলে যান। জানা গিয়েছে, উড়ালপুলের মাঝামাঝি জায়গা থেকে তিনি ঝাঁপ মারেন।
পুলিশের ধারণা, সম্পর্কের টানাপড়েনের জেরেই ঝাঁপ দেন যুবতী। তবে আত্মহত্যার চেষ্টার নেপথ্যে আর্থিক সংকট রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। গড়িয়াহাট ফ্লাইওভার থেকে তরুণীর ঝাঁপ দেওয়ার ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।