সুভাষগ্রামের মামার বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। এই ঘটনায় নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওই যুবকের নাম দেবাশীষ সেনগুপ্ত। পরিবারের দাবি, CAA আতঙ্কে আত্মঘাতী ওই যুবক। পরিবারের পাশে দাঁড়িয়ে কার্যত একই দাবি করেছে, বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।
৩৭ বছরের দেবাশীষ থাকতেন মামার বাড়িতে। আদপে তিনি বাঁশদ্রোণীর বাসিন্দা। পরিবারের তরফে জাগানো হয়েছে তাঁর পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশের। কিন্তু CAA লাগু হওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন দেবাশীষ। জানা গিয়েছে তাঁর ভোটার এবং আধার কার্ডে কিছু তথ্যের ভুল ছিল, যা দেবাশীষের দুশ্চিন্তা বাড়ায়।
Swarup Biswas : রাত পেরিয়ে সকাল, এখনও অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে তল্লাশি জারি IT-র
ঘটনায় নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তৃণমূলের বিশেষ দল।