ত্রিশূল (Trishul) ঢুকে গিয়েছিল গলার পিছন দিয়ে। এক্কেবারে এফোঁড়-ওফোঁড়। এমন সঙ্কটজনক অবস্থাতেই কল্যাণী (Kalyani) থেকে কলকাতার এনআরএস (NRS) হাসপাতালে আসেন ৩৩ বছর বয়সি এক যুবক। চিকিৎসকদের তৎপরতায় প্রাণে বাঁচল যুবক।
হাসপাতাল সূত্রের খবর, ওই যুবককে সঙ্গে সঙ্গে ইএনটি জরুরি বিভাগে ভর্তি করানো হয়। চিকিৎসক সুতীর্থ সাহার নেতৃত্বে প্রায় এক ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। ওই যুবকের অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে কোনও রকম সাপোর্ট সিস্টেম ছাড়াই রয়েছেন তিনি। পর্যবেক্ষণে রাখা হয়েছে যুবককে। তবে, কিভাবে তাঁর গলায় ত্রিশূল ঢুকেছে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন- 'ও ছাড়া আমার আর কেউ নেই', রাজ্যে ফের ডেঙ্গির হানা, মৃত ভাটপাড়ার তরুণ
এই ঘটনার পত্র এনআরএস হাসপাতালের চিকিৎসক প্রণবাশিস বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই ত্রিশূলটি যে ভাবে ঢুকেছে তা আর কয়েক সেন্টিমিটার এ দিক ও দিক হলে ত্রিশূল ঢোকার সঙ্গে সঙ্গেই মারা যেতে পারতেন ওই ব্যক্তি। তিনি যে গলায় ত্রিশূল ঢোকার পরেও বেঁচেছিলেন, এটাই মিরাকল!