তিনি চিরকালের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ থাকবেন। লোকসভা ভোটে বহরমপুরে তৃণমূলের প্রার্থী হওয়ার পর এটাই প্রথম প্রতিক্রিয়া দু বারের বিশ্বজয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানের। তাঁর নাম ঘোষণা খানিক পরেই বাংলায় নিজের প্রতিক্রিয়া জানালেন ভারত এবং কেকেআরের এই প্রাক্তন ক্রিকেটার।
২০০৭ এবং ২০১১, ভারতের বিশ্বজয়ী দলের সদস্য পাঠান। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, তৃণমূল পরিবারে তাঁকে স্বাগত জানানোর জন্য তিনি কৃতজ্ঞ। সংসদে তৃণমূলের হয়ে কন্ঠ হওয়ার চেষ্টা করবেন।
অধীরের গড় বহরমপুরে তৃণমূল ও বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেছে। রাজনৈতিক মহলের দাবি, এই খেলায় এখন পিছিয়ে কংগ্রেস। সোমবার ফের বসছে তাদের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক। তাতে কী অধীরের নাম ঘোষণা হবে ?