দলীয় কর্মীদের দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতি। শুক্রবার কালীঘাটে তৃণমূল পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্ট্র্যাটেজি বৈঠক করেন তৃণমূলের শীর্ষ নেতারা। বৈঠকের পর দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, দুর্নীতিকে আপস করবে না দল।
এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "দল দুর্নীতিকে আপস করবে না। দলের ঘোষিত একটা নীতি থাকে। সেই সিদ্ধান্তে দল প্রথম থেকে একই কথা বিভিন্ন নেতারা বারবার বলেছেন। কোনটা আগে হবে, কোনটা পরে হবে। কোন ক্ষেত্রে শাস্তি কী হবে, এটা সম্পূর্ণভাবে দলের আভ্যন্তরীন বিষয়। "