অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোনে হানা দিয়েছে নতুন ম্যালওয়ার। এনিয়ে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের প্রতি সতর্কবার্তা জারি করেছে মাইক্রোসফট (Microsoft)।
সংস্থাটি সম্প্রতি জানিয়েছে যে, একটি ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের টার্গেট করছে এবং গোপনে বিভিন্ন অনলাইন পরিষেবার প্রিমিয়াম সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট করে তাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে। মাইক্রোসফট সংস্থার তরফে দিমিত্রিওস ভালসামারাস (Dimitrios Valsamaras) এবং সং শিন জুং (Song Shin Jung) এক প্রতিবেদনে জানিয়েছেন যে, এই ম্যালওয়ারটি মূলত ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকলে (WAP) কাজ করে। অনেক ক্ষেত্রে ম্যালওয়্যারটি গ্রাহকদের ফোনের ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন করে মোবাইল ডেটা ব্যবহার করতে বাধ্য করে।
এই ম্যালওয়্যার গ্রাহকদের অজান্তেই তাঁদের বিভিন্ন সংস্থার পেইড সাবস্ক্রিপশনে জালে জড়াতে শুরু করে। এই ধরনের সাবস্ক্রিপশনের জন্য ওটিপির প্রয়োজন হয়, কিন্তু ম্যালওয়্যার সেটি গ্রাহকদের থেকে লুকিয়ে রাখে। এভাবে ফোন ব্যবহারকারীর অজান্তেই তাঁকে বিভিন্ন পেইড সাবস্ক্রিপশনে যুক্ত করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, থার্ড পার্টি স্টোর থেকে যেন কোনও অ্যাপ কেউ ডাউনলোড না করে। এছাড়া গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে কোনো অ্যাপ ডাউনলোড করার সময় সেটির রেটিং ও রিভিউ যেন ভালো করে পড়ে নেওয়া প্রয়োজন। কোনও অ্যাপের মাধ্যমে ফোনে এই ম্যালওয়্যার ডাউনলোড করলে দ্রুত ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়া, কানেক্টিভিটি সংক্রান্ত সমস্যা, কোনও কারণ ছাড়াই ফোন গরম হওয়ার মতো একাধিক সমস্যা দেখা দেয়। অ্যান্ড্রয়েড ফোনে এই জাতীয় সমস্যা দেখা দিলে তাই অবিলম্বে সতর্ক হতে হবে।