মোহনদাস করমচাঁদ গান্ধী (Mahatma Gandhi)। বাপু জি থেকে মহাত্মা হয়ে ওঠার পথটা খুব মসৃণ ছিল না মোহনদাসের। আজও জাতির জনককে নিয়ে কত মিথ লোকের মুখে মুখে। তার কিছুটা সত্যি, কিছু আবার অতিরঞ্জিতও। বাপুজির জন্মজয়ন্তীতে আজ রইল তাঁরই সম্পর্কে এমন কিছু অজানা বা ততটা না জানা কিছু তথ্য।
Interesting Facts about MK Gandhi
১৮৮৩ সালে মাত্র ১৩ বছর বয়সে গান্ধী জির বিয়ে হয় কস্তুরবা কাপাডিয়ার সঙ্গে। কস্তুরবা তখন ১৪। গান্ধী তাঁর জীবনীতে লিখেছিলেন, ওই বয়সে বিয়ে বলতে বুঝেছিলেন, নতুন জামা কাপড়, প্রচুর মিষ্টি, আর বাড়ি ভর্তি আত্মীয়স্বজন।
গান্ধীর রাজনৈতিক জীবন, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যোগ নিয়ে কত আলোচনা, অথচ অনেকেই জানিনা, রুশ ঔপন্যাসিক লিও টলস্টয় ছিলেন গান্ধীর বন্ধু স্থানীয়। ওয়ার অ্যান্ড পিস-এর লেখকের অহিংস আন্দোলনের আদর্শও উদ্বুদ্ধ করেছিল মহাত্মাকে। ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রেও বাপুজি একাধিক বার টলস্টয়কে চিঠি লিখে তাঁর পরামর্শ চাইতেন।
Mahatma Gandhi-Charka: মহাত্মা গান্ধী এবং চরকা; এক নিঃশব্দ বিপ্লব
১৯৩৭ এবং ১৯৪৭ সালে দু'বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েও নোবেল পাননি মহাত্মা। দু'বারই নোবেল কমিটি, তার কারণ হিসেবে, গান্ধীর জাতীয়তাবাদের আদর্শ পুরোপুরি অহিংস নয়, এমন ব্যাখ্যা দেয়। ১৯৪৮ সালে গান্ধীকে হত্যা করা হয়। এবং আশ্চর্য ব্যাপার, সে বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি কাউকেই।