‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা’, ক্যালেন্ডারে আজ তারিখ ১লা জানুয়ারি , ২০২৪। আবার একটা নতুন বছর শুরু, নতুন আশায় বুক বাঁধছে দেশবাসী।
তিলোত্তমাতেও তার রেশ অব্যাহত। ৩১ তারিখ রাত জেগে ঠিক ১২ টায় বর্ষবরণ উদযাপিত হয়েছে কলকাতাতেও। প্রথম বর্ষ বরণ হয়েছে অস্ট্রেলিয়ায়, তারপর নিউজিল্যান্ডে। দেশেও তোড়জোড় কম নয়. ঘড়ির ছোট কাটা, বড় কাটা মিলতেই ‘হ্যাপি নিউ ইয়ার 2024’ এর মেসেজ পৌঁছতে শুরু করেছে প্রিয় জনদের কাছে। সকাল থেকেই ভিড় একাধিক টুরিস্ট স্পটে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ইকো পার্কে উপচে পড়া ভিড়।