'রঙভরনি একাদশী' (Rangbharni Ekadashi) উপলক্ষে আজ থেকে মথুরায় (Mathura) শুরু হয়ে গেল হোলি (Holi 2022) । বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে চলছে রঙ খেলা । লাল, হলুদ, সবুজ আবিরে রঙিন হয়ে উঠেছে মন্দির চত্বর । ভক্তদের ভিড়ও চোখে পড়ার মতো ।
প্রত্যেকবার দোলের ঠিক কিছুদিন আগে থেকেই 'রঙভরনি একাদশী' উপলক্ষে মথুরায় শুরু হয়ে যায় রং খেলা । দেশ-বিদেশ থেকে ভক্তরা এসে ভিড় জমায় এখানে । মন্দিরে আসা ভক্তদের উপর বড় বড় পিচকিরি দিয়ে রং দেওয়া হয় । লাঠমার হোলিও খেলায় হয় । লাঠমার হোলিতে পুরুষরা মহিলাদের রং দিয়ে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করেন । মহিলারা নিজেদের লাঠি দিয়ে রক্ষা করেন ।
আরও পড়ুন, Holi 2022 : দোলে ত্বক ও চুলের যত্ন নেবেন কীভাবে ? রইল টিপস