ঘরে ঘরে কনজাংটিভাইটিসের (Conjunctivitis Symptoms ) সংক্রমণ বাড়ছে । চোখ লাখ, ফোলা, ক্রমাগত জল পড়ছে । অস্বস্তিকর অনুভূতি । বর্ষার আর্দ্রতাজনিত বাতাসে জীবাণু এবং ভাইরাসের বৃদ্ধির কারণে এই রোগের বাড়বাড়ন্ত হয় । বলা হয় এই রোগ ছোঁয়াছে । কিন্তু, কীভাবে সংক্রমণ ছড়ায় ? যার কনজাংটিভাইটিস (Conjunctivitis) হয়েছে, তার দিকে তাকালেই কি আপনারও জয় বাংলা হতে পারে ? অনেকের মনেই কিন্তু ধারণা সেরকমই । এই বিষয়ে কী বলছেন চিকিৎসকরা ?
চিকিৎসকরা জানাচ্ছেন, কনজাংটিভাইটিস ছোঁয়াচে ঠিকই । যদি রোগীর চোখের কোনও রকম সংস্পর্শে কেউ আসেন, তবেই তিনিও ওই রোগে আক্রান্ত হতে পারেন । কারও চোখে তাকালে এই রোগ হয় না । কীভাবে সংক্রমণ ছড়ায় জেনে নিন...
আরও পড়ুন, World IVF Day: দেশের প্রথম টেস্ট টিউব বেবি তাঁর হাতেই, অথচ ডঃ সুভাষ মুখোপাধ্যায়কে ভুলে গিয়েছে ভারত
কনজাংটিভাইটিস রোগী নিজের চোখে হাত দিয়ে তার পর যদি কিছু একটা ধরেন, আর সেই জিনিসটা আপনিও ধরার পর হাতটা যদি হাতটা চোখে চলে যায়, তাহলে তখনই কনজাংটিভাইটিস হওয়ার আশঙ্কা থাকে ।
বাড়িতে কারও কনজাংটিভাইটিস হলে, তাঁর ব্যবহার করা কোনও জিনিসপত্র ছোঁয়া যাবে না । দূরত্ব বজার রাখতে হবে ।
ভুলবশত বা প্রয়োজনবশত তার ঘরে গেলে হাত ভাল করে ধুয়ে নিতে হবে ।
চোখে ভাল করে জলের ঝাপটা দিতে হবে । পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ।
চিকিৎসকরা জানাচ্ছেন, চোখে বার বার জলের ঝাপটা দিতে হবে ।
ঈষদুষ্ণ নুন গরম জলে তুলো ভিজিয়ে চোখ পরিষ্কার করতে পারেন ।
ঈষদুষ্ণ নুন গরম জলে ভেজানো তুলো চোখের উপর ভাপ দিতে পারেন ।
চিকিৎসরা জানাচ্ছেন, কনজাংটিভাইটিস হলে কেউ যেন তা অবহেলা না করেন । চোখের নীচের অংশ লাল হয়ে গেলে, চোখে ব্যথা বা খচখচ করলে, জল পড়লে কিংবা চোখ জ্বালা হলেই তা কনজাংটিভাইটিস বলে ধরে নিতে হবে । এর কোনও ওষুধ নেই । সাবধনতা অবলম্বন ছাড়া কোনও উপায় নেই । বাড়াবাড়ি হলে বা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ।