সারাদিনের ক্লান্তির পর একটু নিজের মতো জায়গা থাকাটা জরুরি। সেটা যদি হয় আপনার এক চিলতে বারান্দা , তাই সই। আপনার এক ফালি বারান্দাকেই সাজাতে (Balcony Decoration) পারেন একেবারে গোটা বাড়ির থেকে আলাদা করে। রইল তারই কিছু টিপস।
ইন্ডোর প্ল্যান্ট: গাছ দেখলে সব সময় মন ভাল হয়, ওদের যেহেতু প্রাণ আছে তাই ওরা যত্নে সাড়া দেয়। নানারকম ক্যাকটাস, পাতাবাহার , ফুল গাছ রাখুন বারান্দায়
মোড়া - টি টেবিল : এক কোণে রাখুন একটু জিরিয়ে নেওয়ার জন্য বা বসে প্রিয় মানুষটার সঙ্গে চা কফি খাওয়ার জন্য একটা টি টেবিল এবং আপনার পছন্দ মতো দুটি চেয়ার বা মোড়া।
পর্দা: বারান্দার যেকোনও দুই দিক রাঙাতে পারেন রঙিন পর্দায় , তাতে আরও ঝলমলে লাগবে আপনার বাড়ির সবচেয়ে প্রিয় জায়গাটা।
রঙ: বারান্দায় থাক ঝলমলে কোনও হালকা রঙ। এতে আরও খোলামেলা লাগবে। ল্যাভেন্ডার, হালকা পিঙ্ক , হালকা হলুদ ও করা যেতে পারে।
বইয়ের তাক: এক কোণে রাখতে পারেন একটি বুক সেলফ। সময় কাটাতে চায়ে চুমুক দিয়ে কখনও সখনও চোখ বুলিয়ে নিন বইয়েও।
আরও পড়ুন: Posto Bhapa Recipe: সপ্তাহের প্রথম দিন হালকা খাবার পছন্দ? পাতে থাক সুস্বাদু পোস্ত ভাপা