টকটকে ফোলা, লাল চোখ । জল পড়ে চলেছে ক্রমাগত । ঘরে ঘরে এখন শুধু কনজাংটিভাইটিস (Conjunctivitis) হচ্ছে । এটি জয় বাংলা নামেও পরিচিত । বর্ষাকালেই (Monsoon Health Tips) এই রোগের ঝুঁকি বাড়ে । চিকিৎসকদের কথায়, বর্ষার আর্দ্রতাজনিত বাতাসে জীবাণু এবং ভাইরাসের বৃদ্ধির কারণে কনজাংটিভাইটিসের বাড়বাড়ন্ত হয় । তাই এই সময় চোখের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন ।
ছোট থেকে বড় যে কেউ কনজাংটিভাইটিসে আক্রান্ত হতে পারে। এই রোগ মূলত সংক্রামক । তাই নিজের ও পরিবারের চোখের যত্ন নিতে হবে । তবে, তার আগে কীভাবে বুঝবেন যে আপনার কনজাংটিভাইটিস হয়েছে ?
বাড়াবাড়ি হলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন । চিকিৎসকের পরামর্শ নিয়ে আই ড্রপ বা ওষুধ ব্যবহার করুন।