ক্ষমা করো আজিকার মতো/ পুরাতন বরষের সাথে/ পুরাতন অপরাধ যত।' আজ ক্ষমা করে দেওয়ার দিন, আজ নববর্ষ। স্বাগত, ১৪৩১। ফুলে ফলে সমৃদ্ধিতে ভরে উঠুক গোটা বাংলা। গোলাভরা ধানের মতো প্রতিটি বাঙালির জীবন উপচে পড়ুক ভালোবাসায়, আদরে, পূর্ণতায়।
মিষ্টিমুখ আর হালখাতায় বাংলা নববর্ষকে স্বাগত জানাচ্ছে বাঙালি। মঙ্গল শোভাযাত্রা সেজে উঠেছে আশ্চর্য সব মুখোশে। শহরের রাজপথ জুড়ে আল্পনায় আবাহন নতুন বছরের।
Editorji Exclusive: 'চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে...'! এডিটরজির ক্যামেরায় বসন্ত বিকেলের চৈত্র সেল
সবেমাত্র সাঙ্গ হল চৈত্র সেলের বেলা। সদ্য কেনা শাড়ি, পাঞ্জাবিতে নতুন বছরকে বরণ করছে এই প্রজন্মের বাঙালি। তার এই বাঙালিয়ানা যেন একটিমাত্র দিনের না হয়।।শিকড়ছোঁয়া প্রদীপ যেন জ্বলতে থাকে বছরভর।