আপনার খুদের বয়স বাড়ছে, কিন্তু এখনও কথা বলছে না, এমন সমস্যা ঘরে ঘরে। সন্তানকে ভোলাতে ওকে ডুবিয়ে রাখেন মোবাইল কিমবা ল্যাপটপ স্ক্রিনে? সম্প্রতি এক গবেষণা বলছে, শিশুদের স্ক্রিনটাইম Screentime) যত বাড়ছে, ধীর হচ্ছে বিকাশের গতি।
জার্নাল অফ আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন- (JAMA)এ শিশুরোগ বিশেষজ্ঞদের একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদন বলছে, এক থেকে তিন বছরের শিশুদের স্ক্রিনটাইম বেশি হলে ওদের সার্বিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়।
Celeb Fashion: কালো, ফ্যাশনের আলো! বং সেলেবদেরও সবচেয়ে প্রিয় ব্ল্যাক
বিশেষ করে কথা বলায় সমস্যা হয়। স্ক্রিনটাইম যে শিশুর যত বেশি, তার ভাষা রপ্ত করার দক্ষতা ততই কম।