সব বয়সেরই আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, সৌন্দর্যও আলাদা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক উপায়ে বয়স বাড়ে, কিন্তু কোনও একটা বয়সে নিশ্চয়ই ত্বক (skin) সবচেয়ে সুন্দর, সবচেয়ে উজ্জ্বল থাকে, কোন বয়স? কী বলছেন ত্বক বিশেষজ্ঞরা?
জার্নাল অফ রয়াল সোসাইটি ওপেন অ্যাকসেস-এর একটি প্রতিবেদন বলছে, তিরিশের কোঠায় ত্বক থাকে সবচেয়ে সুন্দর। সম্প্রতি, ডঃ আঁচল পন্থ বলেছেন, বয়স কুড়ির শেষের দিকে গেলেই চিবুকের ফ্যাট কমতে শুরু করে, তিরিশের কোঠায় এলে সুস্পষ্ট হয়ে ওঠে চিবুক।
তিরিশে এলে বাড়ির বাইরে অকারণ ঘোরাঘুরির প্রবণতা কমে, সূর্যের আলো (Sun Exposer) কম গায়ে লাগার ফলে ত্বক অনেক কম ক্ষতিগ্রস্ত হয়।
এ ছাড়া, কুড়ি পেরিয়ে তিরিশে প্রবেশ করার পরই ত্বকের যত্ন নেওয়ার কথা সবচেয়ে বেশি করে অনুভব করেন মহিলারা।
এছাড়া তিরিশের কোঠায় এলে অর্থনৈতিক স্বচ্ছলতা বাড়ে, ফলে ত্বকের যত্ন নেওয়ার জন্য, উন্নত লাইফস্টাইলের জন্য প্রয়োজনীয় ক্রয়ক্ষমতা (Purchasing Capacity) থাকে।
Celeb Fashion: দুই টলি নায়িকার আলমারিতে অবিকল এক পোশাক! অথচ কী সুন্দর ক্যারি করছেন দু'জনেই
তিরিশে প্রবেশের আগে মহিলাদের নিজেদের চেহারা নিয়ে নিরাপত্তাহীনতা বেশি থাকে, মুখের নানা বৈশিষ্ট্যে প্রায়শই বদল ঘটানো ওই বয়সে ধর্ম, সেই প্রবণতা কমে গেলেই ত্বকের অভিনবত্বকে তারিফ করতে পারে সাধারণ মানুষ।