কলকাতা থেকে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। বালিগঞ্জের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ED) আধিকারিকরা উদ্ধার করলেন ১ কোটি ৪০ লক্ষ টাকা। ওই ব্যবসায়ীর নাম বিক্রম শিকারিয়া। ৫/এ আর্ল স্ট্রিটে তাঁর বাড়ি৷ ওই এলাকায় তাঁর অফিসও রয়েছে। গজরাজ গ্রুপের মালিক এই ব্যবসায়ীকে
লাগাতার জেরা করেছেন তদন্তকারীরা। বিপুল পরিমাণ টাকার উৎস নিয়ে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয়।
নির্মাণ ব্যবসার সঙ্গে জড়িত এই ব্যবসায়ীর একটি ফুড চেন ও ধাবাও রয়েছে। ইডির দাবি, কয়লাকাণ্ডের যে কালো টাকা বিভিন্ন জায়গায় গিয়েছিল, এই ব্যবসায়ীর কাছেও সেই টাকাই গিয়েছিল। দক্ষিণ কলকাতার এক নেতা ও তাঁর ভাইয়ের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এই ব্যবসায়ীর সঙ্গে। আরও এক ব্যবসায়ী মনজিত্ সিং জিত্তার খোঁজ চালাচ্ছে ইডি। তদন্তকারীদের দাবি, গজরাজ গ্রুপের মোট ৩০টি কোম্পানি রয়েছে। ইডির দাবি, এই কোম্পানিগুলিতে কয়লাপাচারের টাকা ঘুরপথে এসেছে।