পুরুলিয়ার কাশীপুরে তিন সাধুকে হেনস্থা করার ঘটনায় ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। গত বৃহস্পতিবার ওই রাস্তা দিয়ে একটি গাড়িতে গঙ্গাসাগর যাচ্ছিলেন সাধুরা। শুক্রবার এক বিবৃতিতে পুরুলিয়া পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরে স্রেফ গুজবের বসে উত্তরপ্রদেশ থেকে আসা ওই তিন সাধুকে হেনস্থা করা হয়।
এই অভিযোগেই ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, শনিবার কলকাতায় এসে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অনুরাগ ঠাকুর। পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের শিশুকল্যাণমন্ত্রী ও তৃণমূলের অন্যতম মুখপাত্র শশী পাঁজা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ঝাড়খণ্ডের জগন্নাথ মন্দির দেখে পুরুলিয়া হয়ে গঙ্গাসাগর যাচ্ছিলেন উত্তরপ্রদেশের বরেলির তিন সাধু। পথ হারিয়ে গ্রামের তিন মহিলাকে তাঁরা কিছু একটা জিগাসা করেছিলেন। আর সেই থেকেই ঘটনার সূত্রপাত।
পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভাষাগত সমস্যা থেকে বিপত্তি বাধে। মেয়েদের অপহরণের গুজব ছড়ায়। আর তাতেই গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন তিন সাধু। তাঁদেরই একজনের অভিযোগের ভিত্তিতে কাশীপুর থানা এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।