প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের মুক্তি এবং তৃণমূল নেতা শেখ শাজাহানের গ্রেফতারির সন্দেশখালির ১ এবং ২ নম্বর ব্লকে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে সিপিএম। তৃণমূল নেতা শেখ সাজাহানের গ্রেফতারির দাবিতে চলা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন নিরাপদ। বাঁশদ্রোণি থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তপ্ত সন্দেশখালিতে আজ যাওয়ার কথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। সন্দেশখালির পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছেন তিনি৷ রাজ্যপাল এখন কেরলে রয়েছেন। রাজভবন সূত্রে জানা গিয়েছে সফর কাঁটছাঁট করে বাংলায় ফিরছেন তিনি। সন্দেশখালির পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের মুখ্য ভিজিল্যান্স কমিশনারের সঙ্গে রাজ্যপাল আলোচনা করেছেন বলে জানানো হয়েছে রাজভবনের পক্ষ থেকে।
আজই সন্দেশখালি যাওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। ৫০ জনেরও বিজেপি বিধায়ককে নিয়ে সন্দেশখালি যেতে পারেন।