উত্তর ২৪ পরগনার শাসন থেকে গ্রেফতার আল কায়দার দুই জঙ্গি (Al Qaeda Terrorist)। এমনই দাবি রাজ্য পুলিশের টাস্ক ফোর্সের। বুধবার সন্ধে ৭টা ৫৫ নাগাদ গ্রেফতার করা হয় তাদের। পুলিশ সূত্রে খবর, আল কায়দার ভারতের শাখা সংগঠনের সঙ্গে যুক্ত ছিল তারা। ধৃত জঙ্গিদের নাম আব্দুর রাকিব সরকার ও কাজি আহসান উল্লাহ।
পুলিশ সূত্রে খবর, আব্দুর রাকিব সরকার দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। আর কাজি আহসান উল্লাহ হুগলির বাসিন্দা। তাদের ঘর থেকে বেশ কিছু বই, দেশদ্রোহীমূলক নথি উদ্ধার করেছে স্পেশাল টাস্ক ফোর্স। ইউএপিএ আইনে তাদের গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: অনুব্রত ও ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট মিলিয়ে ১৬.৯৭ কোটির হদিশ, দাবি সিবিআইয়ের
প্রসঙ্গত, বুধবারই ৪ জেএমবি জঙ্গির সাজা ঘোষণা করেছে কলকাতা নগর ও দায়রা আদালত। সম্প্রতি উত্তরপ্রদেশ থেকে স্বাধীনতা দিবসের আগে এক আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে সেই রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স।