সদ্যোজাত কন্যা সন্তানকে বিক্রি করার অভিযোগে এক মহিলার শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। ওই গৃহবধূ জানিয়েছেন, তাঁর গর্ভে যমজ সন্তান ছিল। তার মধ্যে বাড়িতে কন্যা সন্তানের এবং হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরলে ওই গৃহবধূকে জানানো হয় কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। এবং তার কবর দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
মহিলার কী অভিযোগ?
তাঁর অভিযোগ, এরপর একদিন হাসপাতালে গিয়ে তিনি দেখেন তাঁর কন্যা সন্তান অন্য একজনের কোলে। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সন্তানকে ফিরে পেতে বিভিন্ন সরকারি অফিসে ঘুরছেন তিনি।
Read More- মেয়ের ফেসবুক বন্ধুর সঙ্গে সম্পর্ক, 'স্ত্রী'র মর্যাদার দাবিতে ধরনা মহিলার
পুলিশ কী জানিয়েছে?
পুলিশ জানিয়েছে, ওই মহিলা আগেই তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তারপর ফের এক কন্যা সন্তানের জন্ম হয়েছিল। অভিযুক্তদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, একসঙ্গে ৪ কন্যা সন্তানের দায়িত্ব নেওয়ার ক্ষমতা ছিল না পরিবারের। সেকারণেই অন্য এক দম্পতির হাতে তুলে দেওয়া হয়। যদিও এবিষয়ে কোনও টাকা পয়সার লেনদেন হয়নি বলেই জানতে পেরেছে পুলিশ।