সন্দেশখালিতে ইডির উপর হামলায় ২ জনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। ধৃতেরা হলেন মেহবুব মোল্লা, সুকমল সর্দার। সাতদিন পর প্রথম গ্রেফতার। ইডির হামলার ভিডিয়ো ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করা হয়েছিল। বৃহস্পতিবার ভোররাতে গ্রেফতার করা হয় তাঁদের।
পুলিশ জানিয়েছে, দুজনেই ভেরি এলাকায় লুকিয়ে ছিলেন। তাঁদের বাড়ি সরবেরিয়া এলাকায়। দুজনেই ইডির উপর হামলার ঘটনায় জড়িত ছিলেন। ভিডিয়ো ফুটেজে তাঁদের দেখা যায়। এরপর থেকেই দুজন গা-ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। এরপর তাঁদের খোঁজ পাওয়া গিয়েছে।
সন্দেশখালিতে গত শুক্রবার রেশন দুর্নীতি মামলায় তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সরবেরিয়াতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে তাঁরা। বিক্ষুদ্ধ জনতার হাতে মার খেতে হয়েছিল ইডিকে। ৩ আধিকারিককে হাসপাতালে ভর্তিও করাতে হয়।