পাখি ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ২ কিশোরের। ঘটনাটি পুরুলিয়ার আড়ষা থানার ফুসড়াটাঁড় এলাকার। নদীর পাড় ধসে মাটি চাপা পড়ে মৃত্যু হয় দুই কিশোরের। মৃত দুই কিশোরের নাম মহেশ্বর হেমব্রম ও সনৎ বাস্কে। একজনের বয়স ১৪ ও অন্যজন ১০।
গত কয়েকদিন ধরেই আকাশ মেঘলা ছিল। বৃষ্টিও হয়েছিল। মাছরাঙা পাখি ধরতে নদীর পাড়ে গিয়েছিল দুই কিশোর। বৃহস্পতিবার দুপুরে নদীর পাড় ধসে গিয়ে মৃত্যু হয় দুই কিশোরের। স্থানীয় বাসিন্দারা ওই দুই কিশোরকে উদ্ধার করেন। এরপর তাঁদের পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণেই মৃত্যু হয় দুই কিশোরের।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, চার বন্ধু মিলে মাছরাঙা পাখি ধরতে যায়। পাড়ের বালি নরম হয়ে যাওয়ায় ধসে যায়। বাকি ২ বন্ধু স্থানীয়দের ডেকে আনে। অচেতন অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ওই দুজনকে মৃত বলে ঘোষণা করেন।