পঞ্চায়েত নির্বাচনের সকাল থেকেই উত্তপ্ত ভাঙড়। চকমরিচা এলাকায় ১৬৪ নম্বর বুথে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষ। জানা গিয়েছে, দুই আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল। ভাঙড়ে বোমাবাজিরও অভিযোগ উঠেছে।
শুক্রবার থেকেই ভাঙড়ের বিভিন্ন এলাকা থমথমে। ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনও উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। তিনজন খুন হয়েছিলেন। সেই আথঙ্ক এখনও কাটেনি। শনিবার সকাল থেকেও পরিস্থিতি বেশ উত্তপ্ত। সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে চকমরিচা এলাকা।
আরও পড়ুন: রাজ্যে শান্তি রক্ষার দায়িত্ব রাজ্য সরকারেরই, বললেন নির্বাচন কমিশনার