নার্স রেণু খাতুনের (Renu Khatun) হাত কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার করা হল আরও দুজনকে। রেণুর স্বামী শের মহম্মদের (Sher Mohammad) দুই সঙ্গীকে গ্রেফতার করল তদন্তকারীরা। ঘটনার সময় ধৃতদের মধ্যে একজন রেণুর মুখ চেপে ধরেছিল এবং একজন পা চেপে ধরেছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রাম থেকে আশরাফুল শেখ এবং হাবিব শেখ নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তাদের ‘ভাড়া’ করা হয়েছিল বলেও শের মহম্মদকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ। শের মহম্মদকে জেরা (interrogation) করে পাওয়া সূত্র ধরেই আশরাফুল এবং হাবিবকে গ্রেফতার করা হয়েছে।
স্বামী শের মহম্মদকে জিজ্ঞাসাবাদ করে আশরাফ ও হাবিবের নাম পায় তদন্তকারীরা। এর পর দুজনের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে তদন্তকারীরা। এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হল পাঁচ।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে নেতৃত্বে ঋষভ পন্থ, চোটের কারণে বাদ লোকেশ রাহুল
উল্লেখ্য, শনিবার রাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা পেশায় নার্স রেণু খাতুনের (Renu Khatun) ডান হাত কেটে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর স্বামী শের মহম্মদের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত স্বামীকে এবং তার বাবা-মাকে গ্রেফতার করেছে আগেই। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। এর পর বৃহস্পতিবার স্বামীর দুই সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনাও রয়েছে।