কমান্ড হাসপাতালে ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দ্বিতীয়বার ময়নাতদন্তের কাজ শুরু হয়েছে। সমস্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে বলেই খবর। ছয় সদস্যের উপস্থিতিতে ময়নাতদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। এই দলে রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালেই বাকচা এসে পৌঁছান জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। মৃতের বাড়ি যাওয়ার পাশাপাশি, এলাকা ঘুরে দেখেন তিনি। মৃতদেহ উদ্ধারের জায়গাতেও যান তিনি। কেন ওই জায়গা ঘিরে দেওয়া হয়নি, তা নিয়েও উষ্মা প্রকাশ করেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান। এছাড়া ডিএম-এসপিকে ঘটনাস্থলে না পেয়ে ক্ষোভ উগড়ে দেন অরুণ হালদার। কমিশনের তরফে তাঁদের নোটিশ পাঠানো হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন- Nabanna Abhijaan: ডিএ মিছিলের প্রস্তুতি শুরু, নয়া রুটেই নবান্ন অভিযানের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের
বুধবার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুনের অভিযোগে পুলিশের জালে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। বুধবার রাতে মিলন ভৌমিক নামে ওই তৃণমূল নেতাকে আটক করে পুলিশ। বিজেপি নেতার রহস্যমৃত্যুর পর এই প্রথম কাউকে আটক করা হল। মৃত্যুর তিনদিনের মধ্যেই এই আটকের ঘটনায় কিছুটা স্বস্তিতে মৃতের পরিবার।