আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে রহস্যমৃত্যু একই পরিবারের তিনজনের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পানাগড়ে। মৃত তিনজনের নাম সীতা দেবী, সোনু বিশ্বকর্মা এবং সিমরন বিশ্বকর্মা। তাঁদের বাড়ি ঝাড়খণ্ডে। পরিবারের দাবি, ওই তিনজনকে খুন করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, পানাগড়ের রেলপাড়ের সারদাপল্লির একটি বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনজন। শুক্রবার সকালে আত্মীয়ের বাড়িতে শুধুমাত্র তিনজনই ছিলেন। সেসময় একজনকে উঠোনে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তারপর বাড়ির ভিতরে ঢুকে বাকি দুজনেরও দেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের অভিযোগ, ওই তিনজনকে খুন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন মৃত ব্যক্তির মোবাইল ফোনগুলি খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে প্রতিবেশীরা জানিয়েছেন, শুক্রবার সকালে এক ব্যক্তি বাইক নিয়ে ওই বাড়িতে ঢোকে। এবং কিছুক্ষণ পরেই তিনি সেখান থেকে বেরিয়ে যান। যদিও ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।