মহেশতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Maheshtala Blast) । সোমবার সন্ধেবেলায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা । ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে । বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় । ঘটনাস্থলে পৌঁছয় দমকল । তাঁরা আগুন (Fire) নিয়ন্ত্রণে আনে ।
জানা গিয়েছে, সোমবার সন্ধে ৬টা নাগাদ মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের পুটখালী মণ্ডলপাড়ায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয় । বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা বাইরে এসে দেখেন, দাউ দাউ করে জ্বলছে কারখানা । জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বিস্ফোরণের অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে । দমকল না আসা পর্যন্ত, তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন । ঘটনায় যে তিনজনের মৃত্যু হয়েছে, তাঁরা হলেন, লিপিকা হাতি (৫২) এবং তাঁর ছেলে শান্তনু হাতি (২২) ও আলো দাস (১৭) । জানা গিয়েছে, মৃত লিপিকা ও শান্তনু ওই কারখানার মালিকেরই স্ত্রী ও ছেলে । আর প্রতিবেশী আলো এবারই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল । দেহগুলিকে ঘটনাস্থল থেকে বের করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
আরও পড়ুন, Solar Powered Tata Nano: ঘন্টায় গতি ৮০ কিমি, মনোজিতের 'ওয়্যান্ডার কার'-এ তাজ্জব বাঁকুড়াবাসী
এখন প্রশ্ন উঠছে ওই বাজি কারখানা তৈরির অনুমতি ছিল কি না । কারণ, এমন ঘন জনবসতি এলাকায় বাজি কারখানা করা যায় না । এই বিষয়ে এখন কারখানার মালিক বা প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।