সন্দেশখালির ঘটনায় আহত ৩ এনফোর্সমেন্ট আধিকারিককে ভর্তি করা হয়েছে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। তাঁদের মধ্যে সহ অধিকর্তা রাজকুমার রামের মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে। বাকি ২ আধিকারিকেরও সেলাই পড়েছে। প্রত্যেকেরই জ্ঞান রয়েছে। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন তাঁরা।
ED সূত্রে জানা গিয়েছে, যাঁদের মাথায় চোট লেগেছে তাঁদের প্রত্যেকের স্ক্যান করানো হয়েছে। আধিকারিকদের শরীরে কোনও আঘাত লেগেছে কিনা তা জানতে পরীক্ষা করা হচ্ছে। শুক্রবার একাধিক পরীক্ষা করা হতে পারেও জানা গিয়েছে।
সূত্র মারফত খবর পাওয়া গেছে, ED-র দিল্লির অফিসাররা একাধিকবার খবর নিয়েছেন। অন্যদিকে শাহজাহান শেখের ইটভাটাতে ED-র আরও একটি দল হানা দিয়েছিল। হামলার খবর পেয়ে তাঁরাও ঘটনাস্থল থেকে চলে আসে।