অফিস আওয়ার্সে স্টেশনগুলিতে স্বভাবতই ভিড় বেশি থাকে, ট্রেনের খবর হলে একটা হুড়োহুড়িও শুরু হয়। মঙ্গলবার সকালে তেমনই চিত্র ছিল হিন্দমোটর স্টেশনেও। কিন্তু হঠাতই প্ল্যাটফর্মে বচসায় জড়িয়ে পড়েন তিন মহিলা। যাঁরা রোজ লোকাল ট্রেনে যাতায়াত করেন , এই বচসা কথাকাটাকাটিতে তাঁরা অভ্যস্ত। তাই প্রথমটায় কেউই সেভাবে আমল দেননি। কিন্তু হঠাতই প্ল্যাটফর্মে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখা যায় এক মহিলাকে। ওই বচসা চলার সময়ে এক মহিলা তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ।
Mamata Banerjee: 'কোনও অফিসার দুর্নীতিতে জড়ালে ছেড়ে কথা বলব না', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
আহতকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, এই ট্রেনে ডেলি পেসেঞ্জারদের ভিড় বেশি থাকে। আক্রান্ত মহিলার নাম রীমা সিং, জানা গিয়েছে এর আগেও অভিযুক্ত করুণ দাসের সঙ্গে তাঁর চুলোচুলি হয়েছে।