দোলের দিন কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল কলকাতা। সক্রিয় ছিল কলকাতা পুলিশ। আর সেকারণে অভব্য আচরণের জন্য গ্রেফতার ৩০৫ জন। বাজেয়াপ্ত করা হল প্রায় ৪৭ লিটার মদ।
কলকাতায় নিরাপত্তা
প্রতিবছরই হোলির দিন বিভিন্ন অভিযোগ ওঠে। ট্র্যাফিক সিগন্যাল ভঙ্গের পাশাপাশি অভব্য ব্যবহারের অভিযোগ ওঠে। ঘটে দুর্ঘটনাও। তার জেরে আগে থেকেই সক্রিয় ছিল ছিল কলকাতা পুলিশ। মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছিল। পুলিশ পিকেট ছিল ৩৫০টি জায়গায়।
যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে অনেকেই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এছাড়াও বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গেও জড়িত ছিলেন তাঁরা। বাজেয়াপ্ত ৪৬.৭ লিটার মদ।