রবিবার থেকে রাজ্যে গরমের দাপট কিছুটা হলেও কমতে পারে। এমনই আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু এরই মাঝে ভয়াবহ একটি তথ্য জানা গিয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে। গত এক সপ্তাহে রাজ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। সতর্ক না হলে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
রাজ্যে তাপপ্রবাহ
এপ্রিল মাসের শুরু থেকেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। অসুস্থদের তথ্য জানার জন্য বিশেষ পোর্টালের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সেখানেই গত এক সপ্তাহে ৩৩ জন অসুস্থ হওয়ার তথ্য আপলোড করা হয়েছে। যা অত্যন্ত উদ্বেগের বলে মনে করছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, যাঁরা হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তাঁদের অবস্থা যে খুব সঙ্কটজনক এমনটা নয়। প্রত্যেকেই সুস্থ হবেন। যদিও প্রত্যেককে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগেও এবিষয়ে রাজ্য সরকারের তরফে সতর্ক করে জানানো হয়েছিল, প্রবল রোদে অতি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো উচিত নয়। অতিরিক্ত জল এবং তরল খাদ্য গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছিল।