মঙ্গলবার সকালে মালদহে ভয়াবহ পথদুর্ঘটনা । মৃত্যু হল চারজনের । আর একজনের অবস্থা আশঙ্কাজনক । তাঁরা প্রত্যেকেই কৃষক বলে জানা গিয়েছে । টোটো করে কিষাণমাণ্ডি যাওয়া পথে একটি লরি ধাক্কায় প্রাণ হারান ওই চার জন । মালদহের গাজোলের ঘটনা ।
জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ টোটো করে গাজোলের আহোরা গৌরাঙ্গপুর থেকে কিষাণমাণ্ডিতে যাচ্ছিলেন ওই কৃষকরা । মোট ৫ জন ছিলেন বলে জানা গিয়েছে । তাঁদের সঙ্গে ছিল সবজি ।
১২ নং জাতীয় সড়কে শ্যামনগরের কাছে আসতেই একটি লরি তাঁদের টোটোতে সজোরে ধাক্কা মারে । রাস্তায় ছিটকে পড়েন তাঁরা । ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের । বাকি দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয় আরও একজনের । আহত আরও এক ব্যক্তি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন ।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, লরির গতি অত্যন্ত বেশি ছিল । সেকারণেই তখন লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মারে । ইতিমধ্যেই ঘাতক লরিটি আটক করেছে পুলিশ ।