মুর্শিদাবাদ জেলা তৃণমূল থেকে ১৮জন ও জঙ্গীপুর জেলা তৃণমূল থেকে ১৭জন, দক্ষিণ চব্বিশ পরগনার ৫ জন নির্দল প্রার্থীকে বহিষ্কারের কথা ঘোষনা করলেন জেলা তৃণমূল সভাপতিরা।
পুরসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দলের টিকিট পাওয়া নিয়ে ঠাণ্ডা লড়াই শুরু হয় ঘাসফুল শিবিরে (TMC candidate)। দলের নির্দেশ অমান্য করে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন ৭পৌরসভার একাধিক তৃণমূল নেতারা। তাই ভোটের আগে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হল মোট ৩৫জন নির্দল প্রার্থীদের। মুর্শিদাবাদ জেলা তৃণমূল থেকে ১৮জন ও জঙ্গীপুর জেলা তৃণমূল থেকে ১৭জনকে বহিষ্কারের কথা ঘোষনা করলেন জেলা তৃণমূল সভাপতিরা।
দঃ ২৪ পরগনার ২ পুরসভার ৫ নির্দল প্রার্থীকে (Independent Candidate) তৃণমূল থেকে বহিষ্কার. রাজপুর-সোনারপুর,বারুইপুর পুরসভায় ৫ নির্দল প্রার্থী বহিষ্কার. মুর্শিদাবাদের ১৮জন নির্দল প্রার্থীকে তৃণমূল থেকে বহিষ্কারI মুর্শিদাবাদের ৫টি পুর এখনও পর্যন্ত ১০৮টি পুরসভায় ১৯৯জন নির্দল প্রার্থী বহিষ্কার I
সোমবার বহরমপুর জেলা তৃণমূল কাৰ্য্যালয়ে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি শাওনী সিংহ রায় ১৮জন নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষনা করেন।
অন্যদিকে, জঙ্গীপুর জেলা তৃণমূলের সভাপতি খলিলুর রহমান সাংবাদিক বৈঠকে ১৭জন নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষনা করেন।