পঞ্চায়েত ভোটের আগে শাসনে শক্তিবৃদ্ধি সিপিএমের। বুথ সভাপতি-সহ তৃণমূলের ৪০০ জন সক্রিয় কর্মী যোগ দিয়েছেন সিপিএমে। ক্ষমতা থেকে সরে যাওয়ার ১২ বছর পর দলীয় কার্যালয় খুলল দল। যদিও তৃণমূলের দাবি, অধিকাংশ কর্মী দুর্নীতিতে যুক্ত বলে দল থেকে বের করে দেওয়া হয়েছে তাঁদের। স্থানীয় সূত্রে খবর, মাটি, ভেড়ি, জমি দখলের লড়াইয়ে কোনঠাসা হয়ে পড়েছিল তৃণমূলের একাংশ। তাঁরাই সিপিএমে যোগদান করেছেন।
২০১১ সালের পর শক্ত ঘাঁটি শাসনে জমি হারিয়েছিল সিপিএম। অধিকাংশ দলীয় কার্যালয় বন্ধ হয়ে যায়। এবার পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল থেকে এত পরিমাণ লোক প্রথম সিপিএমে যোগ দিলেন। বারাসত-২ ব্লকের রমাগাছে এলাকার বুথ সভাপতি, মদনপুরের তৃণমূল নেতা, সবাই সিপিএমে যোগদান করেছে। অধিকাংশ কর্মীদের দাবি, পঞ্চায়েতের আগে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েই তাঁরা সিপিএমে এসেছেন।
সিপিএম নেতা আহমেদ আলি খান জানান, "বারসত-২ ব্লকের দায়িত্ব পেয়ে তৃণমূলের ঘর ভেঙেছি। এবার এলাকা তৃণমূলমুক্ত করব।" যদিও স্থানীয় তৃণমূলের দাবি, তাঁদের যাওয়ায় পঞ্চায়েতে কোনও প্রভাব পড়বে না।