খড়্গপুর এবং আদ্রা শাখার দুই স্টেশনে বুধবার ভোর থেকে রেল অবরোধের ঘোষণা- করেছে কুড়মিরা। তারপরই বুধবার ৪৮টি ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ক্ষেমাশুলি এবং কুস্তাউরে কুড়মি সম্প্রদায়ের মানুষজনের রেল অবরোধের ঘোষণার প্রেক্ষিতে খড়্গপুর শাখায় মোট ৪৮টি ট্রেন বাতিল করা হল। বুধবার ভোর ৫টা থেকে অবরোধের ঘোষণা করেছেন কুড়মিরা। তার জেরে ট্রেন বাতিল ছাড়া ৮টি ট্রেনের যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে। হাওড়া-আদ্র-চক্রধরপুর এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া এবং পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস আদ্রা পর্যন্ত যাবে। কাঁটাবাঁজি-টিটাগড়-হাওড়া এক্সপ্রেসের যাত্রা টাটানগর পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে।