কলকাতার (Kolkata) নেতাজিনগরের (Netajinagar) বাসিন্দা এক প্রোমোটারকে গণপিটুনি দিয়ে খুন করার অভিযোগে বারুইপুর থেকে ৫ জনকে আটক করল পুলিশ (West Bengal Police)।
বারুইপুরের বেগমপুর এলাকায় ওই প্রোমোটারকে পিটিয়ে মারা হয়। ওই ঘটনায় এক মহিলা-সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। নেতাজিনগরের বাসিন্দা প্রোমোটার অভীক মুখোপাধ্যায়ের বন্ধু প্রিয়ঙ্কা সরকারকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে এক মহিলা-সহ পাঁচ গ্রামবাসীকে আটক করে বারুইপুর থানার পুলিশ। চোর সন্দেহে গণপিটুনিতেই মৃত্যু হয়েছে প্রোমোটারের, এখনও পর্যন্ত এমনটাই ধারণা তদন্তকারী পুলিশ আধিকারিকদের।
আরও পড়ুন: Madan Mitra: কোটি টাকা দিয়ে গুন্ডা তোলার চেষ্টা! ভোটের আগে বিস্ফোরক অভিযোগ মদনের
বৃহস্পতিবার মাঝরাতে বান্ধবীকে নিয়ে বাইকে চড়ে বেগমপুরে ঘুরতে আসেন অভীক মুখোপাধ্যায় নামে বছর পঁয়ত্রিশের ওই প্রোমোটার (promoter)। অভিযোগ, চোর সন্দেহে তাঁকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে শুরু হয় গণপিটুনি। সংজ্ঞাহীন অবস্থায় অভীককে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই প্রোমোটারকে মৃত বলে ঘোষণা করা হয়।