তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আয় ও ব্যায়ের হিসেব মেলাতে তদন্ত করছে সিবিআই (CBI)। শুক্রবার সকালে অনুব্রতরই একটি রাইস মিলে যান সিবিআই আধিকারিকরা। প্রায় ৪০ মিনিট পর ভিতরে প্রবেশ করে আধিকারিকরা দেখতে পান, গ্যারাজে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি (Deluxe Cars)। এই গাড়িগুলির মালিক কে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
সিবিআই সূত্রে খবর, চালকলের ভিতরে ঢুকে মোট ৫টি গাড়ি দেখতে পান সিবিআই কর্তারা। এরমধ্যে ৪টি এসইউভি ও একটি হুডখোলা গাড়ি আছে। গাড়িতে রাজ্য সরকারের স্টিকারও মারা আছে। কেন সরকারি স্টিকার, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি গাড়ির সামনে তৃণমূলের ব্যাজ লাগানো আছে। গাড়িগুলি নিয়ে কর্মীদের প্রশ্নও করেন সিবিআই কর্তারা। নিরাপত্তারক্ষীদের দাবি, তাঁরা এ ব্যাপারে কিছু জানেন না। বেশ কয়েকজন কর্মীর সঙ্গেও কথা বলার চেষ্টা করেছে সিবিআই।
জানা গিয়েছে, প্রায় ২ মাস ধরে এই মিলে উৎপাদন বন্ধ আছে। ৪৫ বিঘা জমির উপর এই মিলটি কেনা হয় ২০১৩ সালে। মিল কিনতে খরচ হয় আনুমানিক ৫ কোটি টাকা। স্থানীয় সূত্রে খবর, ওই জায়গায় ২টি চালকল ছিল। দুটি মিলিয়েই একটি মিল করা হয়।
আরও পড়ুন: 'অন্যায় শেষের অপেক্ষায়', বিলকিস বানো কাণ্ডে প্রতিবাদে সরব তৃণমূল সাংসদ মিমি-নুসরত
গরুপাচার মামলায় গত বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। তাঁর নামে অনেক নথি ইতিমধ্যে সিবিআইয়ের হাতে এসেছে। বীরভূম জেলা সভাপতির সম্পত্তির হিসেব মেলানোর জন্য তদন্তও করছে সিবিআই। তদন্তে নেমে জমি, ব্যবসা সংক্রান্ত একাধিক তথ্য ও নথিও পাওয়া গিয়েছে।