উপাচার্য নিয়োগের আইনে বড়সড় বদল আনতে চলেছে রাজ্য । এবার সার্চ কমিটিতে তিন জনের বদলে পাঁচজনকে রাখা হবে । অর্থাৎ পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করা হবে । পয়লা বৈশাখে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব দেওয়া হবে । তা অর্ডিন্যান্স আকারে গ্রহণের জন্য মন্ত্রিসভার অনুমোদন পেলে, তা রাজ্যপালের কাছে যাবে । রাজ্যপাল অনুমোদন দিলেই সার্চ কমিটিতে বদল আনা হবে ।
সার্চ কমিটিতে পাঁচ সদস্য হিসেবে কারা থাকবেন ? নবান্ন সূত্রে জানা গিয়েছে, সার্চ কমিটিতে ইউজিসির মনোনীত প্রতিনিধি, রাজ্যপালের মনোনীত প্রতিনিধি,বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটর মনোনীত প্রতিনিধি ও উচ্চ শিক্ষা সংসদের মনোনীত প্রতিনিধি এবং রাজ্যের মনোনীত প্রতিনিধি থাকবেন । ইতিমধ্যেই এই আইন সংশোধনের জন্য খসড়া অনুমোদন দিয়েছে আইন দফতর।
জানা গিয়েছে, আচার্য তথা রাজ্যপাল চাইছেন রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য দ্রুত নিয়োগ করা হোক । সেকথা মাথায় রেখেই সার্চ কমিটিতে বদল আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ।