৪ ঠা সেপ্টেম্বর রাত দখল কর্মসূচির ৫ আয়োজককে আইনি নোটিশ পাঠালো ঠাকুরপুকুর থানার পুলিশ। তাঁদের বিরুদ্ধে যৌথভাবে অপরাধ সংগঠিত করার অভিযোগ তোলা হয়েছে। ৭ দিনের মধ্যে থানায় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।
RG কর কাণ্ডের প্রতিবাদে বিগত এক মাস ধরে পথে নেমেছেন সাধারণ মানুষ। রাত জেগে প্রতিবাদ আন্দোলন করছেন রাজ্যবাসী। সেইমতো গত ৪ সেপ্টেম্বর গোটা রাজ্যে রাত দখল কর্মসূচির আয়োজন করা হয়েছিল। পাশাপাশি রাত ৯টা থেকে এক ঘণ্টার জন্য আলো বন্ধ রাখার অনুরোধ করেছিলেন আয়োজকরা।
জানা গিয়েছে, ১৯ সেপ্টেম্বর পুলিশের তরফে ওই আইনি নোটিশ পাঠানো হয়েছে। মোট ৫ আয়োজক ওই চিঠি পেয়েছেন। জামিন অযোগ্য ধারা সহ মোট ৩টি ধারায় মামলা রয়েছে তাঁদের বিরুদ্ধে।
কেন এই নোটিশ পাঠানো হয়েছে?
জানা গিয়েছে, রাস্তা আটকে প্রতিবাদ সহ একাধিক অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই আইনি নোটিশ পাঠানো হয়েছে।
যদিও এবিষয়ে আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। ভয় দেখিয়ে দমিয়ে রাখতেই আইনি নোটিশ পাঠানো হয়েছে।