গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে উদ্ধার প্রায় সাড়ে ৬০০ কেজি গাঁজা। লিলুয়া থানার কোনা এক্সপ্রেসওয়ে এলাকায় বৃহস্পতিবার অভিযান চালায় সিআইডি। সেখানেই বাজেয়াপ্ত হয় অন্তত সাড়ে ৬০০ কেজি গাঁজা। গোয়েন্দারা জানিয়েছেন, এর আনুমানিক বাজার মূল্য ৮০ লক্ষ টাকা।
তদন্তকারীরা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পাতা হয়। ওড়িশা থেকে আসা দু’টি গাড়ি করে বেআইনি ভাবে গাঁজা নিয়ে আসা হয়েছিল হাওড়ার কোনা এলাকার একটি গোডাউনে তা রাখা হয়েছিল। হুগলিতে ওই গাঁজা পাচার করার লক্ষ্য ছিল।
ধৃতদের শুক্রবার হাওড়া আদালতে হাজির করানোর কথা সিআইডির। সূত্রের খবর, ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।