পেন কিনতে দোকানে গিয়েছিল নাবালিকা। অভিযোগ, সেখানে তাকে 'যৌন নিগ্রহ' করা হয়েছে। অভিযোগের তির ৭৫ বছর বয়সী এক বৃদ্ধর দিকে। ঘটনাটি ঘটেছে হরিদেবপুর অঞ্চলে। ওই নাবালিকার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে হরিদেবপুরের রামকৃষ্ণ নগরের বাসিন্দা ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে এর আগে কোনও অভিযোগ নথিভুক্ত হয়নি। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনার পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খুব তাড়াতাড়িই তদন্তের রিপোর্ট জমা দেওয়া যাবে বলে আশাবাদী পুলিশ।