Roddur Roy : চেতনা বিজ্ঞানে গবেষণা, জড়িয়েছেন একাধিক বিতর্কে, কে এই রোদ্দুর রায় ?

Updated : Jun 09, 2022 08:20
|
Editorji News Desk

রোদ্দুর রায় । সোশ্যাল মিডিয়াজুড়ে, খবরের শিরোনামে এখন একটাই নাম । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্লীষ মন্তব্যের জেরে তাঁকে মঙ্গলবারই গোয়া থেকে গ্রেফতার করে পুলিশ । তারপর থেকেই তাঁকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় । তবে এই রোদ্দুর রায়কে নিয়ে বিতর্ক কিন্তু এই প্রথম নয় । আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন । কিন্তু, কে এই রোদ্দুর রায় ? আসুন জেনে নেওয়া যাক...

রোদ্দুর রায়ের আসল নাম অনির্বাণ রায় । বাংলার জনপ্রিয় ইউটিউবার । শুধু ইউটিউবার বললে ভুল হবে । রোদ্দুর একাধারে কবি, লেখক, গায়কও । রোদ্দুর রায়ের নামেই ইউটিউব চ্যানেল চালান তিনি । সেখানেই নানারকম ভিডিও আপলোড করেন । কিন্তু, সেসব ভিডিও নিয়েই যত বিতর্ক । রবীন্দ্রসঙ্গীত ও নজরুলের গানে বেসুরো প্যারোডি । সেইসঙ্গে গানে অশ্লীষ ভাষা । অদ্ভুত তাঁর অঙ্গভঙ্গি । অনেকের কাছে তিনি পাগল । অনেকের কাছে ‘আঁতেল’। এই রোদ্দুর রায়ই একসময় রবীন্দ্রনাথ সম্পর্কেও বিতর্কিত মন্তব্যও করেছিলেন । কিন্তু, তারপরেও একেকটি ইউটিউব ভিডিয়োয় লক্ষ লক্ষ দর্শক । দুবছর আগেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে তাঁর গাওয়া অশ্লীল ভাষা মেশানো রবীন্দ্রসঙ্গীত বেজেছিল । সেই গানে উল্লাসে মেতেছিলেন পড়ুয়ারা । এই নিয়ে বিতর্কও কম হয়নি । তবে তিনি যে, তরুণ প্রজন্মের একাংশের কাছে কতটা জনপ্রিয়, এটাই তার প্রমাণ । যাঁকে কেন্দ্র করে এত বিতর্ক, যাঁর মুখে এধরনের অশ্রাব্য কথাবার্তা শোনা যায়, তাঁর শিক্ষাগত যোগ্যতা শুনলে আপনিও চমকে উঠতে পারেন ।

দিল্লির বাসিন্দা রোদ্দুর । কিন্তু, তিনি রামনগরের বাসিন্দা । রামনগর কলেজ থেকে স্নাতকস্তরের পড়াশোনা করেছেন তিনি । এরপর বেশ কিছুদিন নয়ডায় তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী হিসেবেও কাজ করেছেন । রোদ্দুর কিছু দিন ডিজে হিসাবেও কাজ করেছেন । এখানেই শেষ নয় । চেতনা বিজ্ঞান নিয়ে গবেষণাও করেছেন রোদ্দুর রায় । যে ধরনের গান,কবিতা,বক্তব্যের ভিডিও তিনি আপলোড করেন, তা নাকি তাঁর গবেষণার অঙ্গ ।

বইও লিখেছেন রোদ্দুর । মনোবিজ্ঞান নিয়ে লেখা একটি বই আছে রোদ্দুরের । বইয়ের নাম ‘অ্যান্ড স্টেলা টার্নস আ মম’। ‘মোক্সা রেনেসাঁ’ নামের একটি উপন্যাস লিখেছেন রোদ্দুর রায় । তাঁর ইউটিউবের একাধিক ভিডিওয় ‘মোক্সা’ (Moxa) শব্দের উল্লেখ করা হয়েছে । তিনি ‘মোক্সাবাদ’-এর জনক । যা মানুষের কাছে ‘মোক্ষ’, তা-ই রোদ্দুরের ‘মোক্সা’। তাঁর মতে মোক্সা স্বাধীনতা, প্রেম এবং শান্তির অনুশীলন । এই মতবাদে বিশ্বাসীরা নাকি মুক্তি, প্রেম এবং শান্তির প্রতিষ্ঠায় বিশ্বাস রাখেন ।

অনেকে মনে করেন, তাঁর এই অঙ্গভঙ্গি, কথাবার্তা‘মোক্সাবাদ’-এর থেকেই অনুপ্রাণিত ? সেক্ষেত্রে প্রশ্ন একটাই, তাঁর কাছে কি এরই নাম স্বাধীনতা ? কটু এবং কদর্য ভাষায় সমাজ, সমাজের ধ্যানধারণা এবং সমাজের প্রতিষ্ঠিতদের বার বার আক্রমণ করেছেন তিনি । কিন্তু, তাঁর এই অদ্ভুত স্বাধীনতায় তরুণ প্রজন্মের একাংশ মজলেও, তথাকথিত গরিষ্ঠ বাঙালির কাছে কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয় । বিশেষ করে বাঙালির আবেগ, গর্ব রবীন্দ্রনাথকেও আক্রমণ করেছেন তিনি । এসবের জন্য রোদ্দুর কম কটাক্ষের শিকার হননি । কিন্তু, থোড়াই কেয়ার । কোনও কথাই তিনি গায়ে মাখেন না । যতই তার বিরুদ্ধে অভিযোগ আনা হোক বা তাঁকে গ্রেফতার করা হোক, রোদ্দুর আছেন রোদ্দুরের মতোই ।

Roddur RoyYoutuberRoddur Roy controversy

Recommended For You

editorji | লোকাল

Royal Bengal Tiger : পাতা ফাঁদে পা না দিয়ে জেলা বদল, ঝাড়গ্রাম থেকে কোথায় গেল বাঘিনী ?

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?