সপ্তাহান্তে রেল রক্ষণাবেক্ষণের কাজ, গত কয়েক সপ্তাহ ধরে এর জেরে ভোগান্তিতে একপ্রকার অভ্যস্ত হয়ে গিয়েছেন নিত্যযাত্রীরা। লাইনে রক্ষণাবেক্ষণের কাজ হবে রবিবার। তাই আজ হাওড়া ডিভিশনের একগুচ্ছ ট্রেন বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেল।
বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আজ রবিবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর একাধিক ট্রেন বাতিলের পাশাপাশি, বেশ কিছু ট্রেনের সময়সীমা বদলও করা হয়েছে।
হাওড়া থেকে রবিবার বাতিল থাকছে
খড়গপুর-ভদ্রক-খড়গপুর মেমু স্পেশাল
ভদ্রক-বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল
খড়গপুর-জজপুর-কেওনঝড়-খড়গপুর এক্সপ্রেস
হাওড়া-ভদ্রঘা-হাওড়া এক্সপ্রেস- সহ একাধিক দূরপাল্লার ট্রেনও।
একাধিক ট্রেনের সময় বদল করার জন্য দুঃখ প্রকাশ করে, রেলের তরফে জানানো হয়েছে পরবর্তীতে যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা ভেবেই এই রক্ষণাবেক্ষণের কাজ চলছে।